ঝালকাঠিতে হাজি পরিবহন নামে একটি যাত্রবাহি বাস টমটমকে অভারটেক করতে গিয়ে সড়কের পাশের খাদে পরে গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রবাহি বাস হাজি পরিবহন একটি টমটমকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় বাসটি। এতে বাসের অন্তত ৫ যাত্রী আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ বাসটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে দেয়। গাছে বেধে যাওয়ায় পুকুরে পরেনি বাসটি।