হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নে জেলা প্রশাসনের প্রেরিত ফলজ চারা বিতরণ ও এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন।
সোমবার (৩১ জুলাই) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নে চট্টগ্রাম জেলা প্রশাসনের ২০২৩ সালে ২৩ লক্ষ ফলজ চারা বিতরণ ও এ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠান হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, হাটহাজারী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম,পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ আবু রায়হান, হাটহাজারী মডেল থানার তদন্ত অফিসার মোঃ নুরুল আলম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ বনায়ন কর্মক্রমের অংশ হিসেবে ৩নং মির্জাপুর ইউনিয়নে ১৫ হাজার ফলজ চারা বিতরণ করা হয়। একই সাথে আর্ত মানবাতার সেবায় ইউনিয়নের জনগরণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষে একটি এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয়