পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এস এম আদনান উদ্দিনকে তুলে নেওয়ার হুমকি দিয়েছে দুষ্কৃতিকারীরা।
রবিবার (৪ জুন) দুপুরে অপরিচিত ফোন নাম্বার থেকে মুঠোফোনে তাকে হুমকি প্রদান করা হয়।
হুমকি প্রদানের দুই ঘন্টা পর চার-পাঁচ জন দুষ্কৃতিকারী যুবক পাবনা পৌরের ৪ নং ওয়ার্ডের জোড়বাংলা রোডের বাসার সামনে গিয়ে গালিগালাজ ও ডাক চিৎকার।
সাংবাদিক আদনান তার নানার মৃত্যুজনিত কারণে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অবস্থান করছিলেন। হটাৎ তার মুঠোফোনে অপরিচিত আরেকটি ফোন কলে তাকে অকথ্যভাষায় গালিগালাজ ও তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে সাংবাদিক আদনান নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরী করেছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা বালা সিন্ধু জানান, অভিযোগ পেয়েছি তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন