শিরোনাম:
চৌহালীর স্হল ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে গংগাচড়া শ্রেষ্ঠ পদক প্রাপ্ত ইউএনও’র নানা উদ্যোগ নিয়মনীতির তোয়াক্কা না করেই অবাধে তৈরি হচ্ছে অবৈধ অটোরিকশানিজস্ব প্রতিবেদক: পুর্বাচল উপশহরে বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী। ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দীন আহমেদ স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি। নিয়ামতপুরে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের শান্তি সমাবেশ কর্মসূচি পালন। ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজ ছাত্র উদ্ধার। রাজাপুরে কর্দমাক্ত কাচা রাস্তা পাকা করণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। ৪২ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যে ফেঁসে যাচ্ছে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক-(পর্ব ১) গংগাচড়ায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ও সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন সম্মেলনের সমাপনী

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার।

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
1.2kভিজিটর

চট্টগ্রামের বোয়ালখালী নুরুন্নাহার বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। আজ সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত নুরুন্নাহার বেগম ওই এলাকার আবদুল কাদেরের স্ত্রী এবং নিহত নুরুন্নাহার বেগম পূর্ব কধুরখীল ১নং ওয়ার্ডের সারেং বাড়ির রবিউল হকের মেয়ে। নিহত নুরুন্নাহারের সংসারে ৬ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে কধুরখীল ১নং ওয়ার্ডের সারেং বাড়ির রবিউল হকের মেয়ে নুরুন্নাহার এর সাথে চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুল কাদের এর সাথে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে আয়েশা সিদ্দীকা নামে ৬ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, কেন এ ঘটনা ঘটেছে তারা কেউ জানেন না। তবে মাঝে মধ্যে স্বামী স্ত্রী শাশুড়ির সাথে ঝগড়া হতো। নুরুন্নাহার বেগম এর মৃত্যুর খবর পেয়ে নিহতের বাবার বাড়ির লোকেরা স্বামী ও শাশুড়িকে মারধর করলে পুলিশ এসে ওই দু’জনকে পুলিশের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা স্বামীকে ঘরের দরজা ভেঙে ফের বের করে আবার গণপিটুনি দিতে উদ্যত হলে এবং গ্রেফতারের দাবি জানালে পুলিশ নুরুন্নাহার বেগমের স্বামী আবদুল কাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের শাশুড়ি বলেন, ছেলেকে বিয়ে দেওয়ার পর জানতে পারি আমার পুত্রবধূর মানসিক সমস্যা আছে। সে নিজে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম বলেন, বিষয়টি রহস্যজনক। শাশুড়ি ও স্বামীর অত্যাচারে নুরুন্নাহার ফাঁসিতে ঝুলতে পারে কিংবা তারা তাকে মেরে ফেলে ফাঁসির কাহিনী বানাচ্ছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ। স্বামী আবদুল কাদেরকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে নিয়মিত মামলা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x