শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের বোয়ালখালীতে আগুনে পুড়ছে তিন ঘর গোপালগঞ্জে টুঙ্গিপাড়া শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ নওগাঁয় এফএনবির উদ্যোগে দুস্থদের  মাঝে কম্বল  বিতরণ বরিশালে স্ত্রীর পরকীয়ার কারনে স্বামীর থেকে তালাক প্রাপ্ত হওয়া স্ত্রীস্বামীর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের প্রতিক্ষার প্রহর শেষ বোয়ালখালী থামছে কক্সবাজারগামী ট্রেন চট্টগ্রামে সারোয়াতলীতে ২৫০ একর জমিতে বোরো আবাদে অনিহা কৃষকদের বিডিআর বিদ্রোহের হত্যাকান্ডের নেপথ্যে নায়কদের চিহিৃত করে দ্রুত গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত আলফাডাঙ্গা নির্বাহী অফিসার’র বাসভবনের বিপরীত পাশে দিনের বেলায় চুরি গঙ্গাচড়ায় গৃহবধূকে এসিডে ঝলসে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার সাংবাদিক অধিকার আন্দোলনের অগ্রদূত: মাজহারুল মান্নান

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার।

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
72.8kভিজিটর

চট্টগ্রামের বোয়ালখালী নুরুন্নাহার বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। আজ সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত নুরুন্নাহার বেগম ওই এলাকার আবদুল কাদেরের স্ত্রী এবং নিহত নুরুন্নাহার বেগম পূর্ব কধুরখীল ১নং ওয়ার্ডের সারেং বাড়ির রবিউল হকের মেয়ে। নিহত নুরুন্নাহারের সংসারে ৬ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে কধুরখীল ১নং ওয়ার্ডের সারেং বাড়ির রবিউল হকের মেয়ে নুরুন্নাহার এর সাথে চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুল কাদের এর সাথে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে আয়েশা সিদ্দীকা নামে ৬ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, কেন এ ঘটনা ঘটেছে তারা কেউ জানেন না। তবে মাঝে মধ্যে স্বামী স্ত্রী শাশুড়ির সাথে ঝগড়া হতো। নুরুন্নাহার বেগম এর মৃত্যুর খবর পেয়ে নিহতের বাবার বাড়ির লোকেরা স্বামী ও শাশুড়িকে মারধর করলে পুলিশ এসে ওই দু’জনকে পুলিশের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা স্বামীকে ঘরের দরজা ভেঙে ফের বের করে আবার গণপিটুনি দিতে উদ্যত হলে এবং গ্রেফতারের দাবি জানালে পুলিশ নুরুন্নাহার বেগমের স্বামী আবদুল কাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের শাশুড়ি বলেন, ছেলেকে বিয়ে দেওয়ার পর জানতে পারি আমার পুত্রবধূর মানসিক সমস্যা আছে। সে নিজে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম বলেন, বিষয়টি রহস্যজনক। শাশুড়ি ও স্বামীর অত্যাচারে নুরুন্নাহার ফাঁসিতে ঝুলতে পারে কিংবা তারা তাকে মেরে ফেলে ফাঁসির কাহিনী বানাচ্ছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ। স্বামী আবদুল কাদেরকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে নিয়মিত মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x