ধ্বংসের শেষ প্রান্তে ঐতিহ্যবাহী প্রানের বিদ্যাপিঠ!!!

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

তালগাছিয়া দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আজকের ১২ টার দিকে তালগাছিয়া দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করি। চারজন শিক্ষক উপস্থিত। ক্লাস রুটিন অস্পষ্ট কাটাকুটি। শ্রেণিকক্ষে জুমার মসজিদ। সাইন্সের কোন টিচার নাই। দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য।

বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের মুখে শুধুই আশারবানী, স্কুলের শিক্ষকদের তো যা ইচ্ছে তাই অবস্থা!!! ম্যানেজিং কমিটির নেই কোন জোড়াল দেখাশোনা!!!! প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের চরম শৈথিল্যে ছাত্র-ছাত্রীদের কাছে এ শিক্ষা প্রতিষ্ঠান এক নিঝুম পার্কের মতো, যার খুশি যখন খুশি আসে আবার মন ভালো না লাগলে চলে যায় ব্যশ… দপ্তরীরে মাস্টার সাহেব ডেকে বলে ওরে ছাত্র-ছাত্রী নাই ছুটি দে…. তারিতারি!!!

সপ্তাহে ৫ দিন পরিপূর্ণ ক্লাস হওয়ার কথা ১দিন বা ২দিন সেটা কিনা জানার বাহিরে…!

সামাজিক দায়বদ্ধতায় পারছি না ছেলেমেয়েদের অন্য স্কুলে দিতে না পারছি প্রাণের প্রতিষ্ঠানের ক্রমান্বিত বর্তমান অধপতন মেনে নিতে!!!!

যাদের দেখার কথা তারা যার যার মত ব্যস্ত!!!! শিক্ষকরা না হয় তাদের প্রাপ্য তাদের মতো করে পাইতেছেন তবে ভবিষ্যত কি এই প্রতিষ্ঠানের আর এর ছাত্র-ছাত্রীদের?????

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x