দাগনভূঞা ৪নং রামনগর ইউনিয়নের আজিজুল হক (৫০) নামের এক রেমিট্যান্স যোদ্ধার গত ৫ মে (শুক্রবার) আবুধাবিতে মৃত্যু হয়েছে। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত আজিজের ছোট ভাই এনামুল হক জানান, তিনি গত ২০ বছরের মতো প্রাবাসে আছেন। গত দুই বছর আগেও তিনি ছুটিতে বাড়িতে এসেছেন। গত ২ মে আবুধাবিতে কর্মস্থলে হঠাৎ স্ট্রোক করে আজিজ। এরপর সেখানে থাকা অন্যান্য প্রাবাসীরা তাকে স্থানীয় একটি হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আজিজ।
গতকাল ১৮ মে (বৃহস্পতিবার) আজিজের মরদেহ এসে দেশে পৌঁছায়। আজ ১৯ মে (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় নিহত আজিজের জানাযা অনুষ্ঠিত হয়। এসময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন (বিকমবিএড) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত আজিজ ৪নং রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের বশর উদ্দিন বেপারি বাড়ির মাহমুদুল হকের বড় ছেলে ছিলেন।
মৃত্যুকালনীন সময়ে আজিজুল হক স্ত্রী ও তিন সন্তান রেখে যান। ছেলেকে হারিয়ে মা ও বাবার কান্নায় পুরো বাড়ি ভারি হয়ে ওঠেছে। এতিম সন্তানদের বার বার কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ছেন নিহত আজিজের স্ত্রী। আজিজের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।