রনি আহম্মেদ, স্টাফ রিপোর্টার:- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গতকাল ১০মে বুধবার বিকেল তিনটায় স্থানীয় দু'গ্রুপের সংঘর্ষে শহীদ মিয়া( ৫৫) নামের একজন দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের দুই নম্বর ওয়ার্ডের আবুল হাসেম মিয়ার ছেলে। আহত৭/৮ জনের নাম, পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি এখন শান্ত। মামলার প্রস্তুতি চলছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.