আনন্দ সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করে নিতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নওগাঁ ৭ নং ওয়াড কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাট এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নওগাঁ পৌরসভার ৭ নং ওয়ার্ডে নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাট এর নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছিল হতদরিদ্র, অসহায় সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ কার্যক্রম আজ ছিল শেষ দিন।
২১ই এপ্রিল শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয়। পৌরসভার ৭নং ওয়ার্ডের সকল পাড়ায় প্রায় ১৫০০ পরিবারের মাঝে সেমাই, চিনি, চাল,তেল ও পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ করেন কাউন্সিলর সম্রাট ।
ঈদ সামগ্রী বিতরণকালে আজ শেষ দিন উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশিদুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়সাল বিন আহসান, নওগাঁ বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনু প্রমুখ।