ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহন ও মানুষ চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কে উপজেলা প্রশাসনের অভিযান।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) হাটহাজারী উপজেলার হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে হাটহাজারী বড় মাদরাসা পর্যন্ত রাস্তার দুইপাশ থেকে দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়।
ঈদ উপলক্ষে মহাসড়কে মানুষ ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নিয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম আগামী কয়েকদিন টানা এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।