ফরিদপুরের বোয়ালমারীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাধারণ অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনগণের মধ্যে এ উপহার বিতরণ করেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর- ১আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সৈয়দ শামীম রেজা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহম্মদ রফিকুল ইসলাম, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইদুর রহমান সজল, আকবার হোসেন আকুল মেম্বর, আলিম মেম্বর প্রমুখ।