জামালপুরের মেলান্দহে আইন শৃঙ্খলা-সমন্বয় কমিটি ও বাংলা বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা ১৩ এপ্রিল বেলা ১১টায় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইউএনও সেলিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-শ্যামপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মাস্টার, আদ্রা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ আব্দুর রাজ্জাক, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল বাবু, শেখ কামাল কলেজের অধ্যক্ষ সফিউল আলম স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল প্রমুখ।