শিরোনাম:
এম পির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় শেখ সেলিম সহ ১৬১৭ জনের নামে মামলা ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলল পঞ্চগড়ে নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যরা ন্যায়বিচার ও জেল থেকে মুক্তি এবং চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা : গঙ্গাচড়ার পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি বদলি ডিমলার স্বেচ্ছাসেবী আলমগীরের মরণোত্তর চক্ষুদান ঘোষনা বোয়ালমারীর ডিজিএম জানেননা বিদ্যুতের কি অবস্থা, ৬০ ঘন্টা বিদ্যুতহীন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

রাজাপুরে যুবলীগের বর্ধিত সভায়কে কেন্দ্র করে দুই গ্রুপের হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া: আহত ৮

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
26.0kভিজিটর

ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায়কে কেন্দ্র করে দুই গ্রুপের হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮এপ্রিল) বিকেলে রাজাপুর উপজেলার ১ নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ০৮ জন আহত হয়েছেন। রাজাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদারসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়নে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেয়।

বর্ধিত সভা শুরু হওয়ার আগ মুহুর্তে উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোমেন মূর্ধা, কবির হোসেন, রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠান স্থলে প্রবেশ করে অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এরপরে জড়িয়ে পরে হাতাহাতি ও মারামারিতে। চলে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া।

এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ আহব্বায়ক রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম জানায়, নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারনে এমন ঘটনা ঘটেছে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, সাতুরিয়া ইউনিয়নে যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘনটাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x