রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারিকেলের আড়ৎ ভাঙচুরের অভিযোগ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
30.2kভিজিটর

ঝালকাঠির রাজাপুরের নারিকেলবাড়িয়া গ্রামের আকসুর ক্লাব এলাকার নারিকেলের আড়ৎ ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ হামলা ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন মিজান মৃধা।

মিজান মৃধা অভিযোগ করে জানান, জমি নিয়ে আপন ভাই এনায়েত মৃধার সাথে বিরোধ দেখা দিলে ঝালকাঠির অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে এমপি ১০২ দায়ের করেন। আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করে পুলিশের মাধ্যমে নোটিশ প্রদান করেন।

কিন্তু এনায়েত মৃধা দলবল নিয়ে দুপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারিকেলের আড়ৎঘর ও চেয়ার, টেবিলসহ মালপত্র ভাঙচুর করে পাশের ডোবায় ফেলে দেয়। অভিযোগের বিষয়ে এনায়েত মৃধা দাবি করে জানান, মিজানের জমি সব বিক্রি করে দিয়েছে।

ওই টিনের ছাপড়া দেয়া ঘর ও চেয়ার এনায়েতের যা মিজান ভেঙেছে বলে দাবি করেন তিনি। রাজাপুর এসআই পলাশ জানান,
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x