নওগাঁর সাপাহারে মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সদরের বাজারে মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে নিয়ম মেনে গরু ও খাসির মাংস প্রক্রিয়াজাত করণ বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর, উপজেলা প্রাণি সম্পদ তর্কতর্কি ডাঃ গোলাম রাব্বানী, সহকারী প্রোগ্রামার মোস্তাকিম হোসেন ও উপজেলা সদরের বাজারে মাংস প্রক্রিয়াজাতকারীরা উপস্থিত ছিলেন।