চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পু পার্কিং নিয়ে বাগবিতন্ডা: চারজনকে কুপিয়ে জখম করেছে দোকানের সামনে টেম্পু পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালিয়ে চার যুবককে কুপিয়ে জখম করেছে টেম্পু ড্রাইভারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত । ২৭ মার্চ, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিনা গাজীর মাজার এলাকায় এঘটনা ঘটেছে।
দূর্বৃত্তদের হামলায় আহত রিপন (২৬), জিসান (২৭), রিমন (২২) ও রুবেল (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপন ও জিসানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ওহিউদ্দিন সুমন। তিনি বলেন আহত এই দুইজনের মুখে ও হাতে কাটা জখম রয়েছে।
আহতরা জানান, তাদের দোকানে ইফতার বিক্রি সময় এক টেম্পু চালক দোকানের সামনে গাড়ি রাখে। এ নিয়ে ওই টেম্পু চালকের সাথে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এরপর তারাবির নামাজ চলাকালীন সময়ে দেশীয় লাঠি, লোহার রড ও কিরিচ হাতে ওই টেম্পু চালকের নেতৃত্বে ৩০/৩৫ জন লোক নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। তাদের হাতে ছিলো।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, দোকানের সামনে সড়কে গাড়ি রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছিলো দোকানদার ও টেম্পু চালকের সাথে। ওই ঘটনার জের ধরে কধুরখীল বেপারীপাড়ার রানার নেতৃত্বে জুয়েল, শাহেদুল ইসলাম আনন্দ, রিয়াদ,সাজ্জাদ,লিটন সহ ৩০/৩৫ জন এসে অতর্কিত হামলা চালায়। এতে জিসান, রিপন, রিমন ও রুবেল আহত হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে শাহেদুল ইসলাম আনন্দ নামের একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হবে।