ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন শনিবার (২৫.০৩.২৩) বোয়ালমারী পৌর সদর বাজারের মুরগির বাজার, চালের বাজার, মাছের বাজার, কাঁচা বাজার, মাংসের বাজারসহ সব ধরণের
বাজার মনিটরিং করেছেন। মনিটরিং করার সময় মূল্য তালিকা না থাকায়, অতিরিক্ত টাকায় পণ্য বিক্রি করাসহ নানা অপরাধে ১৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা ১১টা
থেকে দুপুর ১ পর্যন্ত চলে বাজার মনিটরিং কার্যক্রম। সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় মুদি দোকান ব্যবসায়ী মুক্তার হোসেনকে ৫ হাজার, টিপু শেখকে ৩ হাজার, সন্তোষকে ৫ হাজার, বিশ্বনাথকে ৫ হাজার, নিরঞ্জনকে ৩ হাজার, মাংস ব্যবসায়ী মনিরুল ইসলামকে ৩ হাজার, আনোয়ার হোসেনকে ৩ হাজার, ইলিশ মাছ ব্যবসায়ী বিপ্লবকে ১ হাজার ৫০০, নিঠুরকে ১ হাজার ৫০০ টাকা, মুরগি ব্যবসায়ী মিজানুরকে ১ হাজার, আলমগীর শেখকে ১ হাজার, নুরুল ইসলামকে ৩ হাজার, টুটুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, বাজার মনিটরিং করার সময় মূল্য তালিকা না থাকায় এবং পণ্যের দাম বেশি নেওয়াসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিভিন্ন ধারায় ১৩ ব্যবসায়ীকে মোট ৩৬ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।