শিরোনাম:
এম পির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় শেখ সেলিম সহ ১৬১৭ জনের নামে মামলা ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলল পঞ্চগড়ে নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যরা ন্যায়বিচার ও জেল থেকে মুক্তি এবং চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা : গঙ্গাচড়ার পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি বদলি ডিমলার স্বেচ্ছাসেবী আলমগীরের মরণোত্তর চক্ষুদান ঘোষনা বোয়ালমারীর ডিজিএম জানেননা বিদ্যুতের কি অবস্থা, ৬০ ঘন্টা বিদ্যুতহীন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

বোয়ালমারীতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে চোরাই গরু

বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
246.0kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে অস্ট্রেলিয়ান জাতের দেড় লক্ষ টাকার গাভী দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীমী মোল্যার বাড়ি রয়েছে। তার দাবী তিনি ১ লাখ ৯ হাজার টাকায় ক্রয় করেছেন। তবে তার স্ত্রী চোরাই গরুর কথা স্বীকার করে বলেছেন ভেজাল পূর্ণ গরুর কারণে আমাদের গোয়ালঘরে আটকে রাখা হয়েছে। এটা আমরা ক্রয় করিনি।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (২০মার্চ) ভোর চারটায় দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাচু শেখের ছেলে আলমগীর শেখ গরুটা পিকআপে করে তার বাড়িতে আনার সময় সিদ্দিক মেম্বারের ছ’ মিলের পাশে স্থানীয় লোকজন দেখে ডাকচিৎকার দিলে অন্যান্ন লোকজন এসে তাকে গরুসহ আটক করে।

একই গ্রামের লোক হওয়াতে ধৃতকারিদের তাদের হাতে পায়ে ধরে রেহায় পান। পরে একই গ্রামের দুলু শেখের গোয়ালঘরে গরুটাকে আটকিয়ে রাখা হয়, মঙ্গলবার আলমগীরের বাড়িতে গরু নিয়ে বসলে বৃহস্পতিবার দাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গরু তার বাড়িতে নিয়ে আসে। তবে আলমগীর গা ঢাকাদিয়েছে তার খোঁজ পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় স্থানীয় লোকজন ফুলে ফেপে উঠছেন। তারা বলছেন আলমগীর এর আগেও অনেলবার গরু চুরি করেছে বলে জানান। এটা তাল পেশা হয়ে দাঁড়িয়েছে।

এ নিয়ে শামীম মোল্যা বলেন, এ গরুটা আমি ১ লাখ ৯ হাজার টাকায় আলমগীরের কাছ থেকে ক্রয় করেছি। তাকে নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। গরুটা নাকি গর্ভবতী, বাকি টাকা গর্ভবতী নিশ্চিত হলে দেয়া হবে। গরুটা আমার কাছে আছে।

আলমগীর বর্তমান পলাতক রয়েছে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

জয়নগর ফাঁড়ির ইনচার্জ সুব্রত বলেন, চোরাই গরু নিশ্চিত করা হয়েছে। জানা গেছে ওই চোরাই গরটা ফরিদপুর সদর থানা এলাকার।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x