মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং তামাকজাত পণ্য ব্যবহারে ক্ষতিকারক প্রচারণার অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে।
২৩ মার্চ বিকেল ৫টায় শহীদ মিনার থেকে র্যালীটি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করেছে। এরপর বাজারের বিভিন্ন পয়েন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।
উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মুক্ত স্কাউটস আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উত্তরণের সম্পাদক মহব্বত আলী ফকির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মেলান্দহ শাখার সহসভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম, বাচিক শিল্পী মমিনুল ফারাজী, মামাভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।