চট্টগ্রাম নগরীতে হাটহাজারী টু নিউমার্কেট সিটিবাসের চাপায় নিহত হয়েছেন হাটহাজারী উপজেলার কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাকিয়াতুল কাউছার (৪৭)
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলে নিজ কন্যাকে পৌঁছে দিয়ে হাটহাজারীস্থ নিজ বিদ্যালয়ে আসার পথে ওই মোড়ে রাস্তা পারাপার হতে গিয়ে ৮নম্বর গাড়ি চাপা দেয় তাকে। সড়কে ঢলে পড়েন তিনি, পরে স্থানীয়রা চমেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়, তিনি কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী। বাসটির চালক রাজিব (২৫)কে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।
তিনি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হাটহাজারী উপজেলা শাখা সিনিয়র সহ সভাপতি (মহিলা) ছিলেন। কাজিরখীল এই স্কুলে দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষকতা করছেন বিনয়ী হিসেবে পরিচিত শিক্ষিকা সাকিয়াতুল কাউসার। গতবছর এলাকাবাসী এক অনুষ্ঠানে তাকে ‘মাদারা অব কাজিরখীল’ ঘোষণা করেছিলেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন- বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ এনামুল হক, সিনিয়র সহ সভাপতি মো হোসেন ইকবাল, সহ সভাপতি মো নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো রাশেদুল আলম, সংগঠনের উপদেষ্টা- মেহেরুন্নেছা বেগম বিবৃতিতে শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।