নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর যুব সংহতি আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৬ মার্চ সোমবার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় উপজেলা জাতীয় পার্টির এক আলোচনা সভায় এ কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরী। ওই কমিটিতে গোলাম সারোয়ার সোহেল আহ্ববায়ক ও মোঃ মাছুম হাসানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা করেন।
এসময় উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফিরোজ মোহাম্মদ মঙ্গল, তোফাজ্জল হোসেন, তারাবো পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু, রূপগঞ্জ উপজেলা যুব সংহতির আহ্ববায়ক আজগর হোসেন খোকন, সদস্য সচিব সাগর আহম্মেদ বাবু, উপজেলা শ্রমিক পার্টির আহ্ববায়ক বাবুল খান, কাঞ্চন পৌর যুব সংহতি গোলাম রাব্বানী, কায়েতপাড়া ইউনিয়ন যুব সংহতির আহ্ববায়ক সেলিম মিয়া, জাতীয় পার্টির নেতা আলমগীর হোসেন, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, আবু মুসা, কাজী রনি, আব্দুল আল মামুন, সাগর আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।