হাটহাজারীতে ট্রিপল মার্ডারের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : মোঃ আবু তৈয়ব।
  • আপডেটের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
7.0kভিজিটর

দীর্ঘ ২০ বছর পর হাটহাজারীর চারিয়া এলাকার আলোচিত ও চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জামাল প্রকাশ ক্যারাটি জামালকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (৪ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল প্রকাশ ক্যারাটি জামাল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজীপাড়া এলাকার মৃত সৈয়দ করিমের পুত্র।

মামলা সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে মৃত ভিকটিম আবুল বশর, বাদশাহ ও কাশেমদের সাথে আসামি জামালের পরিবারের দীর্ঘদিন যাবৎ ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২০০৩ সালের ২৬ মে সকাল ১১ টার দিকে জামাল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা আগ্নেয়াস্ত্র, কিরিচ এবং ধারালো চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাটহাজারী থানাধীন চারিয়া কাজীপাড়া এলাকায় আবুল বশর, বাদশাহ ও কাশেমসহ ৩ জনকে গুলি করে। এছাড়া কিরিচ ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে।

পরবর্তীতে নিহতদের ভাই মজ্জল মাস্টার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় জামালসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উক্ত মামলায় আসামি জামালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। গ্রেপ্তার এড়াতে জামাল গা ঢাকা দেয়।

এদিকে গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-৭ জানতে পারে উক্ত পলাতক আসামি চারিয়া এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে আছে। পরে উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল উল্লেখিত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

হাটহাজারী মডেল থানার ওসি মো. রুহুল আমিন জানান, পলাতক আসামি জামাল প্রকাশ ক্যারাটি জামালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x