চট্টগ্রাম জেলার হাটহাজারীর মেখল ইউনিয়নের অপ্রাপ্তবয়স্ক মরিয়ম তাহসিন আকতার (১৭) এর বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
তাহসিন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন শিক্ষার্থী।
সে উপজেলার মেখল ইউনিয়নের ৫ নং ওয়ডের বাসিন্দা মো. এমরান মিয়া ও শামসুন্নাহারের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম গণমাধ্যমকে বলেন গত ০৭ ফেব্রুয়ারি মঙ্গলবার গড়দুয়ারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট আসে। আবেদনে বিস্তারিত তথ্যের পাশাপাশি ২০২৪ সালে তাহসিনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আকুতির কথাও জানায় তার সহপাঠীরা।
এ প্রেক্ষিতে আজ ৮ ফেব্রুয়ারি মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যের মাধ্যমে তাহসিনের মাতা শামসুন্নাহারকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে কন্যাকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ের চেষ্টা করবেন না বলে মুচলেকা প্রদান করেন।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।