স্কুল ছাত্রী অপহরণের মামলা দায়ের।

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
27.2kভিজিটর

জামালপুরের মেলান্দহে ১৩ বছরের স্কুল ছাত্রী হাবিবা আক্তার জান্নাতকে অপহরণ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অপহৃতা উপজেলার ঝাউগড়া ইয়াতন জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওই ছাত্রীর পিতা হাবিল মিয়া (৪৫) বাদি হয়ে মামলাটি (নং-৩) দায়ের করেন।

মামলায় দক্ষিণ ঝাউগড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ হোসাইন (২০)কে প্রধান আসামী করা হয়েছে। মামলায় অপর ২ জন হলো মোঃ হোসাইনের পিতা গোলাম মোস্তফা (৪৫) এবং জেঠা মোঃ বাগু মন্ডল (৫০)।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি সকাল ৮টার দিকে হাবিবা জান্নাত স্কুলে যাবার পথে শেখসাদি আনারবাড়ি আনার বাড়ি ঘাটে পৌঁছলে স্থানীয় গোলাম মোস্তফার ছেলে মোঃ হোসাইনসহ কয়েক জনে ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিতে তুলে নেয়।

বিষয়টি জানাজানি হবার পর ছাত্রীর পিতা অপহরণকারি মোঃ হোসাইনের স্বজনদের কাছে বিচার দাবি করেন। হোসাইনের পিতা গোলাম মোস্তফা এবং জেঠা বাগু মন্ডল অপহৃতা ছাত্রীকে ফেরতের আশ্বাস দিয়ে কালক্ষেপন করেন।

একপর্যায়ে ভূক্তভোগি ছাত্রীর পিতা বাদি হয়ে ৩ জনকে আসামী করে মেলান্দহ থানায় মামলাটি দায়ের করেন। অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান-ঘটনার মামলা গ্রহণ করেছি। আসামী গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।#

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x