ফরিদপুরের আলফাডাঙ্গায় সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে গত শনিবার(৭ জানুয়ারি) দিবাগত রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে দাবী করেন।অগ্নিকাণ্ডে আঁচল বস্ত্রালয় এন্ড কসমেটিকসের স্বত্বাধিকারী দিলীপ কুমার রায়ের ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারের রাজ্জাক মার্কেটের আঁচল বস্ত্রালয় এন্ড কসমেটিকসের দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তে দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে দোকানের মালিক দিলীপ কুমার রায় জানান, ‘তীব্র শীতের কারণে সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কমল রায় জানান, ‘এ ঘটনার খবর শোনামাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগেই এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করেন।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.