চাউল, ডাল, তেল, লবন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন সময় সমাবেশ মিছিল মিটিং করার কারণে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করার প্রতিবাদে প্রেস ব্রিফিং করা হয়।
রোববার সকাল সাড়ে নয়টায় পৌরসভার ছবদু মিয়া মার্কেটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রেস ব্রিফিং এর সময় ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেন, পহেলা ডিসেম্বর মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর জয়নগর ফাঁড়ির পাশে কে বা কাহারা ককটেল বিস্ফোরণ করে। তা উদ্ঘাটন না করে পুলিশ বিএনপির ৩২ জন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভাবে মামলা দায়ের করেন। এ মামলায় ১২জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিল।
গ্রেফতার ও আরো গায়েবী মামলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অনেক নেতাকর্মীর কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়েরও অভিযোগ করা হয় সংবাদ ব্রিফিংএ। এ জুলুম-অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফকরুল সহ সকল কারাবন্দী আশু মুক্তি ও প্রশাসনের নিরপেক্ষ আচরণের দাবী জানান শাহ মোঃ আবু জাফর।
সংবাদ ব্রিফিং কালে অন্যান্যের মধ্যে উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দীন মিয়া ঝুনু,সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু,কৃষক দলের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম,পৌর বি এন পির সভাপতি শেখ আফছার উদ্দীন,সহ সভাপতি মোঃ সাইফুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,বি এন পি নেতা জাহাঙ্গীর আলম মুকুল,যুবদল নেতা মিনহাজুর রহমান লিপন,মহিবুল ইসলাম তুহিন ও ছাত্রদল নেতা মাহফুজ মিয়া,মাহবুব হাসান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.