বরিশাল নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয়ের (বিএম স্কুল) প্রাক্তন সিনিয়র শিক্ষক শংকর লাল দাস পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার ভোরে বার্ধ্যকের কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষাথীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহন করা বিভিন্ন বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা নগরীর নাজির মহল্লাস্থ বাসভবনে ছুটে আসেন। শোকাহত পরিবারবর্গকে সমবেদনা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএম স্কুল কর্তৃপক্ষ, বিএম স্কুলে বিভিন্ন সময়ে অধ্যায়নরত ছাত্ররা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, অমৃত পরিবার, ধর্মরক্ষিনী সভাগৃহ, বাংলাদেশ মহানাম সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের মরদেহে পুর্ষ্পাঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দুপুরে বরিশাল মহাশ্মশানে প্রবীন এ শিক্ষকের অন্তেষ্ট্রক্রিয়া সম্পন্ন হয়।