নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পূর্বাচল নতুন শহরে ৩শত ফিট রাস্তায় ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় আহত সাজেদা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এই তথ্য জানান। বাকিরা চিকিৎসাধীন আছে। এর মধ্যে রাব্বি (১০) নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
পূর্বাচল নতুন শহর এর ফাঁড়ি ইনর্চাস মোঃ শাওন আহম্মেদ বলেন, আমরা ঘটনা স্থলে গিয়েছি এবং ড্রামট্রাক জব্দ ও আসামী আইয়ুব আলী(৩০) গ্রেফতার করেছি। আহতদের হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
৩০শে নভেম্বর২২ইং সকাল সাড়ে ৬টার দিকে পূর্বাচল ৩শত ফিট রাস্তার ৩ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। কুড়িল বিশ্বরোড থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার পিছনে দিক থেকে আসা ইট বাহী ছোট ড্রামট্রাক উপর উঠিয়ে দেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন।
wsb/riad
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.