২০২২ সালের এসএসসি , এস এস সি ভোকেশনাল, ও দাখিল পরীক্ষার ফলাফল ঘোষনায় দেখা যায় হাটহাজারী উপজেলা জেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭২৮৮ জন এস এস সি পরীক্ষার্থী ৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়ে পাশ করেছ-৬৬০৬ জন , এসএসসি ভোকেশনালের ২৬১ জন পরীক্ষার্থী ২টি কেন্দ্রে পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৪৩জন এবং দাখিলের ৮৫২ পরীক্ষার্থী ১টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছ এবং পাশ করেছে ৭৭২ জন।
হাটহাজারীতে এসএসসিতে পাশের হার ৯০.৬৬% , এসএসসি ভোকেশনালে পাশের হার ৯৩.১০% এবং দাখিলে পাশের হার ৯০.৬১%।
জিপিএ -৫ প্রাপ্তের সংখ্যা – এসএসসিতে ৮১৯ জন , এসএসসি ভোকেশনালে-২৫ জন, দাখিলে-৪১ জন ।
wsb/Riad