গত শনিবার(১৯ নভেম্বর) বোয়ালমারী পৌরসভার চৌরাস্তা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ কে বা কাহারা ইটের টুকরা ছুঁড়ে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ নেক্কারজনক ঘটনার বিরুদ্ধে বোয়ালমারী বিএনপির নেতা কর্মীরা সংবাদ সম্মেলন করে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বুধবার বিকেলে পৌর শহরের ছবদু মিয়া মার্কেটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রকৃত অপরাধীদের তদন্ত সাপেক্ষে বের করে আইনের আওতায় আনার আহবান জানান বিএনপি নেত্রীবৃন্দরা।
তারা আরও জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপির দিকে তীর ছুঁড়ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, এবং স্মৃতিস্তম্ভের চার পাশ সিসি ক্যামেরার আওতায় এনে কড়া নিরাপত্তার জোর দাবী জানানো হয়।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড: সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শামচুজ্জামান মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ, সাবেক ছাত্রদলের সভাপতি মো. শেখ আনিসুজ্জামান তপু প্রমুখ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.