বরিশালের গৌরনদীতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, কম্বল ও লাশ বহনের জন্য খাটিয়া বিতরণ করা হয়েছে।
গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় রোববার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত।
অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও কম্বল, দুজন দুঃস্থ নারীকে সেলাই মেশিন এবং স্থানীয় একটি মসজিদে লাশ বহন করার জন্য খাটিয়া বিতরণ করা হয়।