ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি গোডাউন এর সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা ৬ টি ইউনিয়ন ২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণী করা হয়েছে।উক্ত বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মাষ্টার।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা,তিনি তার বক্তব্যে বলেন, ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ মুসুরি, ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রারম্ভিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বছর ২০০০ কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.