চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া এলাকার চাঞ্চল্যকর মাহমুদ উল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি মো.আরমান (২৮) কে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউপিস্থ সরকারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার ৯ নভেম্বর সকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার ইজতেমার মাঠের পশ্চিম পাশের বিদ্যুৎ খুটির থেকে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ওয়াহেদ তালুকদার বাড়ির মৃত শফির পুত্র।পেশা তিনি রাজমিস্ত্রীর হেলপার।
পরিবার সূত্রে জানা যায়, নিহত মাহমুদ উল্লাহ গত পরশু দিন রবিবার বাড়ি থেকে আরমান নামে এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। গত দুই দিন পরে আজ বুধবার তার লাশ পাওয়া যায়।