হিজলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা’২২ এর উদ্ধোধন

মোস্তফা কামাল সাদ্দাম হিজলা প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
156.4kভিজিটর


বরিশালের হিজলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর সকাল ১০টা এ মেলার উদ্বোধন করেন হিজলা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦
বেলায়েত হোসেন ঢালী। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে উপজেলা
প্রশাসন। মেলায় উপজেলা প্রশাসনের সকল দপ্তর তাদের ষ্টলের মাধ্যমে ডিজিটাল সেবা
সমুহ প্রদর্শনের চেষ্টা করেন।

উদ্ভোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মাছুম বিল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার সভাপতির বক্তব্য বলেন সরকার সেবা সমূহ জনগনের পৌছে দেওয়ার জন্য ই-
সেবা চালু রেখেছেন।

যে কোন সময় চাইলেই যে কোন দপ্তরের নাগরিক ওয়েব সাইডে প্রবেশ করে নাগরিক কর্ণার থেকে সেবা সমূহ জানতে পারেন অথবা প্রত্যেক দপ্তরের সিটিজেন চার্টার থেকেও সেবা সমূহ জেনে নিতে পারেন। আমরা জনগনের সেবক, নক করলেই সকল সেবা পৌছে দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন সরকার কৃষকদের ডিজিটাল সেবা প্রদান করছেন, কৃষি বিষয়ক
সকল পরামর্শ আমরা প্রদান করছি। এ সময় প্রত্যেকটি ষ্টলে তাদের ডিজিটাল সেবার
আধুনিক যন্ত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার ও
উপজেলা চেয়ারম্যানসহ সকল কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x