বন্ধ করো নারীনির্যাতন ও ভাইরে ভাই বন্ধ করো নারী নির্যাতন ঘরে ঘরে জালাও আলো অন্ধকার থেকে বাইরে আস নারী নির্যাতন বন্ধ করতে সবাই হও একসাথে
৭/১১/২২ ইং বিকেল ৩.০০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্ত পুর ইউনিয়ন এর ৩ নং পল্লী সমাজ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নারীরা সমাজের বুকে অবহেলিত নির্যাতিত আর এই নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা করা হয়।সকলে লালকার্ড দেখিয়ে নারী নির্যাতন প্রতিরোধে শপথ করে নিজ নিজ পরিবার থেকে শুরু করবে প্রতিরোধ। আশে পাশে কারও এই সমস্যা হলে প্রতিরোধ করবে ও ১০৯, ৯৯৯ এই নাম্বারে ফোন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
যেন কোন ফোন করা না লাগে সেই জন্য সকলে আশে পাশের বাড়ি গুলোর নারী বা পুরুষের নিয়ে বিকেলে গল্প করার মাধ্যমে সচেতন মুলক আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। সভাপতিত্ব করেন পল্লীসমাজ এর সভাপ্রধান নুরেকা খাতুন ও পরিচালনা করেন মোসা আফরোজা আইরিন এ্যাসোসিয়েট অফিসার (সেলপ্)।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.