শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের ১০ টাকা নিয়ে তর্কাতর্কি, ব্যবসায়ীর মাথায় আঘাত বোয়ালখালীতে ভোরে বন্যহাতি আতংকিত এলাকাবাসী আলফাডাঙ্গায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যক্তিগত কাজে ঘুরে বেড়ান.স.প্রা.বি প্রধান শিক্ষক বোয়ালমারীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন বোয়ালখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধের সভা অনুষ্ঠিত নওগাঁর মান্দায় প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ২  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান গ্রেপ্তার নিয়ামতপুরে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের যুবদের হুইসেল ব্লোয়ার সভা অনুষ্ঠিত

ফরিদপুর ২ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে শেষ লগ্নেও ভোটার উপস্থিতি কম

আরিফুজ্জামান চাকলাদার আপেল
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
349.8kভিজিটর

আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পরে ফরিদপুর ২ শূন্য আসানের নির্বাচনে ভোট গ্রহন চলছে।

শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
তবে শেষ লগ্নেও ভোটারের উপস্থিতির তেম কোন দেখা মেলেনি।

এ আসনে মোট তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নগরকান্দায় এক লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় এক লাখ ৩২ হাজার ৪৬০ ও কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মোট ১২৩ টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। 
উপনির্বাচনে মাত্র দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

ফরিদপুর ২ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, এর মধ্যে সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া ৩৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৮ টা বুথের মাধ্যমে ৩০২১ ভোটের
ভেতর চার’শ ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রিজাইটিং অফিসার এস এম কামাল হোসেন।

সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া ভোট কেন্দ্রে ৬৫৬ ভোটের ৬ ভোট কাস্ট করা হয়েছে, দক্ষিণ গোপালিয়া, চান্দা খোলা, মিনাজদিয়া ৮৮৪ ভোটের ৮৪ ভোট কাস্ট হয়েছে এবং আরও চারটা গ্রাম নিয়ে ২৮৯৪ ভোটের ৬টা বুথের মাধ্যমে ২৯৮ ভোট কাস্ট করা হয় বলে নিশ্চিত করেন, প্রিজাইটিং অফিসার মোহাম্মাদ খায়রুল বাশার।
বল্লভদী ইউনিয়নে ফুলবাড়িয়া ৩৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৮টা বুথের মাধ্যমে ৩০২১ ভোটের ভেতর চার’শ ভোট কাস্ট করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রিজাইটিং অফিসার এস এম কামাল হোসেন।
বড়খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ৩৬৬৬ ভোটের মধ্যে ১৬৫ টা ভোট কাস্ট করা হয়েছে।
ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া উচ্চ বিদ্যালয় ২৫৫১ ভোটের মধ্যে ১১০ ভোট, এবং একই স্থানে প্রাথমিক বিদ্যালয়ে ২৮৬১ ভোটের ৮টি বুথের মাধ্যমে ৩৫০ ভোট কাস্ট করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নবকাম পল্লী কলেজের সহকারী অধ্যাপক প্রিজাইটিং তাপস কুমার মুজুমদার।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x