হিজলা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি- সুলতান মাহমুদ টিপু সিকদার, সহ-সভাপতি- আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বর, সাধারণ সম্পাদক- আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক- আলতাফ মাহমুদ দিপু সিকদার ও সাংগঠনিক সম্পাদক- কাজী কামরুজ্জামান সাইলু।
বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় হিজলা উপজেলা পরিষদ মাঠে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন কমিটির সভাপতি ( মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান, গোলাম রব্বানী চিনু , কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ , প্রধান অতিথি বক্তব্য বলেন আগামী নির্বাচনে নৌকা প্রতীক জয়যুক্ত করে আবারো নির্বাচিত করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আহ্বান করেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে নির্বাচনে এক মুহূর্ত পর্যন্ত একসাথে কাজ করার আহ্বান জানান পিছনের সমস্ত কিছু ভুলে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করে বলেন সামনে আরো আওয়ামী লীগকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার আহবান করেন সকল নেতা কর্মীদের প্রতি। এবং এই সম্মেলন এর মাধ্যমে দলীয় শৃঙ্খলা বঙ্গের দায় যাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন ।
আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনসুর আহমেদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাংগনিক সম্পাদক সাহাব আহমেদ , হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,যুগ্ন সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, সহ উপজেলা আওয়ামীলীগের সকল স্তরের নেতৃবৃন্দ , বরিশাল জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ । হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন।
কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন হয় সংহতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ১০ জনের নাম প্রস্তাব রাখেন হিজলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কাউন্সিলর বৃন্দ।