হাটহাজারীতে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর জনৈক আজমের অটোরিকশার গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।
এসময় জুয়া খেলার তাস, খেলায় ব্যবহৃত নগদ ২ হাজার ৪৬০ টাকাও উদ্ধার করা হয় ।
অফিসার ইনচার্জ (ওসি) বিসয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুয়া খেলা অবস্থায় পেয়ে ৯ ব্যাক্তিকে আটক করা। আটকদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকৃতরা হলো— মো. কামাল (৩৫), মো. ইদ্রিস (৪৩), মো. রফিকুল ইসলাম (৪৫), মো. ফারুক (৪২), আফছার (৩৪), সাহেদুল ইসলাম (৪১), মো. সাদ্দাম হোসেন (৩১), মো. সোহেল (৩২), মো. জাহিদুল ইসলাম (৩২)।