চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাথরুম থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবুল হোসেন (৪২) নামের এক দিনমজুরকে পুলিশ আটক করেছে। আবুল হোসেনের পরিবারের দাবি পরিকল্পিভাবে ফাঁসানো হয়েছে।
গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের লালারহাট ঘোষখীল গ্রামের কমর আলী সারেং বাড়ীতে এ ঘটনা ঘটেছে,পুলিশ বাদী হয়ে আবুল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করেছেন।
আবুল হোসেনের স্ত্রী আফরোজা সুলতানা অভিযোগ করে বলেন, তার স্বামীকে শত্রুতা বশত ফাঁসানো হয়েছে। রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলেন। পরে বাইরে নিয়ে যায়। ঘরের পিছনে নিয়ে গিয়ে বাথরুমে ভেতরে রাখা মদগুলো তার বলে আবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্টু তদন্ত দাবি করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আবুল হোসেনের জরাজীর্ণ ঘর। ঘরে বৃদ্ধ মা, এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন আবুল হোসেন। ঘরের পিছনে আনুমানিক ৩০ ফুট দূরে বাথরুম ।
বাথরুমে দরজা নেই,কাপড়ের পর্দা দিয়ে ঢাকা, ওই বাথরুম থেকে দেশীয় তৈরি ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন হেলাল বলেন, আবুল হোসেন একজন সহজ সরল ভালো মানুষ। দিন মজুরি করে জীবিকা নির্বাহ করেন। কেউ তাকে মাদক দিয়ে ফাঁসিয়েছে।
মদ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, আবুল হোসেন একজন মাদক কারবারি। তার বাথরুম থেকে পুলিশ ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। পালানোর সময় তাকে আটক করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ফাঁসানোর কোন তথ্য পাওয়া যায়নি।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.