ঈদে মিলাদুন্নানাবী (সাঃ) উপলক্ষে অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ
সরকারি বঙ্গবন্ধু কলেজের (২০২০-২১) ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে, ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে গরীব অসহায় পথশিশুদের মাঝে নিজ হাতে রান্না করা খাবার বিতরণের আয়োজন করেন।
আজ ০৭ই অক্টোবর (রোজ-শুক্রবার) সকাল ৯ঘটিকা হইতে কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে ৫০জন আয়োজক শিক্ষার্থীর উপস্থিতিতে, সরকারি বঙ্গবন্ধু কলেজের গেট থেকে, গরীব অসহায় রিকশা চালক, ভিক্কুক, দিন মজুর, অনাথ পথশিশুদের মাঝে প্রায় ০৩শত বিরিয়ানির প্যাকেট ও ১টি করে পানির বোতল বিতরণ করে।
কার্যক্রমে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের বেশ কয়েকজন শিক্ষক বৃন্দ, এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ গন।
কার্যক্রম শেষে আয়োজক শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ কারে তারা জানান, আমরা বন্ধু মহল থেকে চাঁদা কালেকশন করে খাবার বিতরন প্রোগ্রামটি প্রথম বার আয়োজন করেছি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বছরই কার্যক্রম টা অব্যাহত রাখার চেষ্টা করবো।