বুধবার (০৫ সেপ্টেম্বর) রাত ০৮টায় মিঠাখালীর নিলুফা বেগমের বাড়ির কাঠের ঘর থেকে তক্ষকটি উদ্ধার হয়।
বাড়ির মালিক নিলুফা বেগম জানান, কাঠ আনতে গিয়ে তক্ষকটি দেখতে পাই। পরে ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদারকে জানালে তাৎক্ষণিক তিনি জিউধরা স্টেশনে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা এসে তক্ষকটি উদ্ধার করেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন, উদ্ধার হওয়া তক্ষকটি চাঁদপাই রেঞ্জের কাটাখালি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
পরে কাটাখলী টহল ফাড়িতে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান মোক্তাদির, কাটাখালী টহল ফাড়ীর ওসি মোঃ নজরুল ইসলাম, বাঘবন্ধু সদস্য সাংবাদিক মোঃ মারুফ হাওলাদার বাবু, বিটিআরটি সদস্য মোঃ হাকিম, সিপিজি সদস্য মোঃ পিন্টু, মোঃ ইমরান, সুন্দরবন ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মোঃ কাওছার প্রমুখ।