অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে চুরির অভিযোগ

এস এম রুবেল বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
সেনা সদস্যের বাড়িতে চুরির অভিযোগ
8.2kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সবুর খানের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) রাতে পৌর শহরের অডিটোরিয়াম এলাকায় ফাঁকা বাড়ি পেয়ে তালা কেটে ঘরে ঢুকে ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

নিয়ে ওই রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সবুর খান (৫০) বাদী হয়ে তার বাড়িতে চুরি হওয়ার ঘটনায় বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, সবুর খান রাতে এশার নামাজ আদায় করতে মসজিদে যান। এসময় বাড়িতে কেউ ছিলেন না, এ সুযোগে চোরের দল ঘরের হ্যাসবলের লক কেটে ভেতরে ঢুকে আলমারির লক ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, থানায় চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়।

চোর চক্রদের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x