বোয়ালমারীতে সাবেক ইউপি সদস্যের ছেলে গাঁজাসহ আটক

এস এম রুবেল ফরিদপুর প্রতিনিধি।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
সাবেক ইউপি সদস্যের ছেলে গাঁজাসহ আটক
6.4kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডহরনগর ফাঁড়ির পুলিশ।

বুধবার রাত সাড়ে দশটায় উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত দেলোয়ার শেখের মুদি দোকানের সামনে থেকে কদমী গ্রামের সাবেক মেম্বার ইসহাক মোল্যার ছেলে আলামিন (২৪)ও একই গ্রামের ফিরোজ শেখের ছেলে সাগর শেখ (২২) নামের দুইজনকে একশ গ্রাম গাঁজা ও বহনকারী ইজিবাইকসহ আটক করা হয়েছে।

ডহরনগর ফাঁড়ির ইনচার্জ মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুপাপাত এলাকা থেকে দুইজনকে গাঁজা ও গাঁজা বহনকারী ইজিবাইক আটক করা হয়। আটককৃতদের ডহরনগর ফাঁড়িতে আটকে রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনের বেলা ডহরনগর ফাঁড়ি থেকে বোয়ালমারী থানায় আসামীদের হস্তান্তর করা হবে। এই রিপোর্ট করা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x