কবিতাঃ
তোমার স্বাধীনতায়
দিয়েছে অনেক আগেই হানা!
রক্তাক্ত শরীর নিয়ে
বিচার চাওয়াও যেন মানা।
তবু নিশ্চুপ কেন তরুণ?
যেন সব শাসক
শোষক হয়েছে আজ!
রন্ধ্রে রন্ধ্রে
গড়েছে নিপীড়ন চাঁদাবাজ।
তবু নিশ্চুপ কেন তরুণ?
প্রতিটি রাত
তোমার বোন হচ্ছে ধর্ষন!
তাদের এক-দুই জন
মুখ খুললে আসছে পাল্টা গর্জন।
তবুও নিশ্চুপ কেন তরুণ?
বোনের ধর্ষণ আর খুনে
মেতেছে হলি খেলা।
কান্নায় আর রক্তে
জেগেছে অভিশপ্ত বেলা।
তবু নিশ্চুপ কেন তরুণ?
৭১ এ তোমার মা দিয়েছে সমারম্ভ
বাবাও দিয়েছেল রক্ত!
ধিক্কার তরুণ এখনো তুমি
সব নরপিশাচ জালিমের ভক্ত!
এবার জাগো তরুণ
তোমার কিসের এতো ভয়?
তুমিই তো
ছিনিয়ে এনেছো লাল-সবুজের জয়।
সব তরুণ আজ হুংকারে
ভেঙ্গে চুরমার কর!
জুলুম মুক্ত
আবার সোনার বাংলা গড়।