আজ নবমী । ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয়েছিলো নওগাঁয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দুর্গা এবার গজে চড়ে এসেছেন ভক্তদের কাছে। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হয়েছেন দেবী দুর্গা। পূজার সময় বাঙালি মাত্রই আনন্দে ভাসেন। আর মণ্ডপ মন্দিরগুলো মুখরিত হয়ে উঠে ভক্তদের আরাধনায়।
আজ (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার মণ্ডপে মণ্ডপে ঢাকের শব্দে সনাতন ধর্মাবলম্বীদের পাড়া-মহল্লায় একটা আলাদা আমেজ লক্ষ্য করা গেছে। নওগাঁ নিয়ামতপুর উপজেলার জয়পুর বারোয়ারি দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে উক্ত মন্ডপের সভাপতি শ্রী বৈশাখ পাহান বলেন, আগামীকাল বিজয়া দশমীর মাধ্যমে দেবী দূর্গা কৈলাশে ফিরে যাবেন, সঙ্গে সুখ এবং শান্তির আশীর্বাদ দিয়ে যাবেন ভক্তদের এই কামনাই করেন তারা।
এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৮১৬টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাভিত্তিক দুর্গা পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১১৯টি, রানীনগর উপজেলায় ৫২টি, আত্রাই উপজেলায় ৫১টি, মহাদেবপুর উপজেলায় ১৫৪টি, বদলগাছি উপজেলায় ১০৬টি, মান্দা উপজেলায় ১১৭টি, নিয়ামতপুর উপজেলায় ৬৪টি, পোরশা উপজেলায় ১৮টি, সাপাহার উপজেলায় ১৭টি, পত্নীতলা উপজেলায় ৮৬টি এবং ধামইরহাট উপজেলায় ৩২টি
। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে এখন নওগাঁয় উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গা পূজাকে আনন্দমুখর করে তুলতে জেলাজুড়ে পূজা মণ্ডপগুলো বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।
উৎসবটি শান্তিপূর্ণভাবে পালনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।