যশোরে চাউলের ড্রামে লুকানো ৪ বছরের শিশুর লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
৪ বছরের শিশুর লাশ উদ্ধার

যশোর সদরের পতেঙ্গালী গ্রামে একটি বাড়ি থেকে সানজিদা নামের চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (০১ অক্টোবর) রাত ১১টার দিকে বাড়িতে চাউলের ড্রামের মধ্যে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই বাড়ির মালিক আঞ্জুয়ারা বেগমকে আটক করেছে ডিবি পুলিশ। নিহত সানজিদা একই গ্রামের সোহেল হোসেনের মেয়ে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, সানজিদাকে শুক্রবার দুপুর ১২টার পর থেকে খুজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সানজিদার পরিবার কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করে। পরে বিষয়টি নিয়ে ডিবি পুলিশ তদন্তে নামে । সানজিদার পরিবারের সদস্যদের সন্দেহ হয় প্রতিবেশি আঞ্জুয়ারা নামে এক নারীকে। এ সময় তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে লাশ ঘরের চাউলের ড্রামের মধ্যে রাখা আছে বলে জানায় ওই নারী।

এদিকে, ঘটনার পরপরই আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x