কৃষক লীগের নেতা পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

আরিফুজ্জামান চাকলাদার
  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
18.4kভিজিটর

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা আসন্ন নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় কৃষক লীগের নেতা নৌকা মনোনয়ন প্রত্যাশী ৪ নং ওয়ার্ড নওপাড়া সঃ প্রাঃবিঃ মাঠে মেয়র প্রার্থী ঘোষনা দিয়ে জনগনের সাথে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত ৭ঃ৩০ ঘটিকায় বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কৃষক লীগের সহ-স্বাস্হ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ জামাল হোসেন মুন্না আওয়ামী লীগের দলীয় নমিনেশন প্রত্যাশী হয়ে এক মতবিনিময় আলোচনা সভা করেন। বক্তারা বলেন,৬ নং ওয়ার্ড কুসুমদি গ্রামের বাসিন্দা জামাল হোসেন মুন্না। তিনি একজন মানবিক গুনাবলী মানুষ। সামাজিক ভাবে ছোট বেলা থেকে মানুষের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। আমরা নির্বাচন এলে দেখি অনেক প্রার্থীর ছড়াছড়ি। আমাদের দেখতে হবে কে সমাজের জন্য নিবেদিত প্রাণ। কার দ্বারা সমাজে বেশি উপকৃত হবে। সেটা দেখে আমরা প্রার্থীকে সমর্থন করবো।

তাকেই ভোট দিবো।দলের কাছে তার জন্য নৌকা মনোনয়ন পাওয়ার সমর্থন করবো।তার রাজনীতির জীবন চলার পথে মাদ্রাসা, এতিমখানা, দরিদ্রদের মাঝে সুখ দুঃখ, আনন্দ ভাগাভাগি করা।যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য খেলাধুলায় উৎসাহ অনুপ্রেরণা যুগিয়েছে।হিন্দু সম্প্রদায়ের সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক ভাবে তার সাধ্যমতে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং বিপদ আপদে পাশে থাকার জীবনপন চেষ্টা করে যাচ্ছে।ছোট বেলা থেকে দলীয় কর্মকাণ্ডের সাথে প্রত্যাক্ষ ভাবে রাজনীতিতে জড়িত।নৌকা প্রতীক পাওয়ার একমাত্র যোগ্য প্রার্থী বলে আমরা আসাবাদী।

স্কুল জীবনে তিনি সাবেক আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক,সাবেক ফরিদপুর জেলা কৃষক লীগের সহ সভাপতি, সাবেক কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, সাবেক মিরপুর” ল” কলেজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সভাপতি,সাবেক আইন বিষয়ক সম্পাদক, মিরপুর থানা আওয়ামী লীগ, ঢাকা মহানগর, উত্তর এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটি কৃষক লীগের সহ স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক, আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি, দ্বায়িত্ব পালন করছে।

শেখ জামাল হোসেন মুন্না বলেন,আমি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য পৌর মেয়র হয়ে জনগণের সুখ দুঃখের ভাগিদার হয়ে পৌর জনগণের খেদমত করতে চাই।আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। আমি কৃষক লীগ করি কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনা একজন কর্মী। আজীবন একজন কর্মী হিসেবে থাকতে চাই।নেত্রীর দল থেকে মনোনয়ন পেলে পৌরবাসীকে আদর্শ মডেল পৌরসভা হিসেবে বাস্তবায়ন করবো।সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আবুল হোসেন মোল্লা,পরিচালনায় ডা.আরাফাত হোসাইন।আরো বক্তব্য দেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিল, সাবেক আলফাডাঙ্গা উপজেলা ছাত্র লীগের সভাপতি, খান মিজানুর রহমান, সমাজ সেবক -সাবেক বন কর্মকর্তা আলহাজ্ব আ. আলিম মোল্লা, পৌর আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন, হাসমত হোসেন মোল্লা,মো. আহাদুজ্জামান, সিদ্দিকুর রহমান ও ছাত্র লীগ নেতা মাহাফুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x