বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১ অক্টোবর ২০২২) কমিটি ঘোষণা করা হয়। এর আগে কোন কমিটি ছিল না। সকলের সম্মতিক্রমে এমরান চৌধুরী আকাশ কে সভাপতি এবং শয়ন কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে ৭২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী ১ বছরের জন্যে কমিটি ঘোষণা করা হয়।
Our Nature Our Right – Save The Nature Join The fight স্লোগানকে ধারন করে এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার মহান শপথে ২০০৫ সালের ৫ ই জুন প্রকৃতির পরম বন্ধু আ.ন.ম.মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে Save The Nature Of Bangladesh নামের দেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠন যাত্রা হয়।তারই ধারাবাহিকতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণী হত্যা, নিধন, বিপনন ও বন্যপ্রাণীর প্রতি সহিংসতা রুখে দিতে, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ( আজ ০১ অক্টোবর ২০২২) সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ।
তাই দেশ বাচাঁতে , প্রকৃতি বাচাঁতে ও পরিবেশ বাঁচাতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে Save The Nature Of Bangladesh বেরোবি শাখা হয়ে উঠবে এদেশের মানুষের বিশ্বাস ও আস্তার ঠিকানা।