বোয়ালমারীতে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন

এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
5.0kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী পৌরবাসীর আয়োজনে শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় মাঝকান্দি ভাটিয়াপাড়া মহাসড়কের পাশে বোয়ালমারী চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ এ মানববন্ধনে এলাকার হাজারো লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে একাধিক ব্যানার, পোস্টার ও প্লাকার্ড দেখা যায়।

তাতে লেখা ছিল, ‘মাদক ব্যবসায়ী মেহেদী হাসান আব্দুল্লাহ্ ও তার অনৈতিক ব্যবসার মদদকারী সুলতান, রোমেল, মুন্না, মিথুন, শাহীন, নিজাম এবং ব্যবসার সহযোগী আবু তালহা তনু, অনিক, মানিক, রুদ্র, ফাইজুল্লাহ, কামাল, রবিউল, ফয়সাল এদের গ্রেফতারের দাবিতে ও রায়পুরে অনুষ্ঠিত মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের রায়পুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান আব্দুল্লাহ কিছুদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে মাদকসহ গ্রেফতার হয়। জামিনে এসে সে তার সহযোগিদের নিয়ে পুনরায় এলাকায় মাদক ব্যবসা শুরু করে। আব্দুল্লাহকে বাধা দিতে গেলে তারা নিরীহ্ মানুষের উপর নানাবিধ অত্যাচার শুরু করে। এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন।

এলাকাবাসীদের সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় মাদক কারবারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আহাদুল করিম আহাদ, ইউপি সদস্য মো. এনায়েত হোসেন, বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান, মো. ইমরান হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x