বোয়ালমারীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

এস এম রুবেল ফরিদপুর প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
এলাকাবাসীর মানববন্ধন
1.2kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১ অক্টোবর) বেলা বারোটার দিকে বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের রায়পুর গ্রামের এইচ আর এস ইংলিশ একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আহত ব্যবসায়ী কামাল হোসেনের চাচাতো বোন রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ সভাপতি তামান্না নাজমিন রেশমি,

২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নেলোয়ার হোসেন নিলু, পৌরসভার ২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. রবিউল ইসলাম, শাহিন আলম, সোহানুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়িক কাজ শেষে পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা কামাল হোসেন বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে থেকে একই গ্রামের সোবাহান, মিজান, লালচাঁনের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা কামালকে পিটিয়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত করে। এ সময় তারা কামালের কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নিয়ে যায়। বক্তারা আরো বলেন, ঘটনার পরে দুই দিন কেটে গেলেও অভিযোগ দেয়ার পরেও থানা মামলা নেয়নি।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x