দেশে নিল নকশার নির্বাচন বাস্তবায়ন করতে দেয়া হবেনা -ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
7.2kভিজিটর

বরগুনার আমতলীতে ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় রোজ গর্ডেন কমিনিউটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন আমতলী উপজেলা শাখার আয়োজনে সভাপতি হাফেজ মাওলানা মো. ইউছুফ মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আল আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল ইমরানের সঞ্চালনায় তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক উপধ্যাক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য মুফতি মোহাম্মাদ নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( বরিশাল বিভাগ) মুফতি মিজানুর রহমান কাশেমী, ইসলামী আন্দোলনের বরগুনা জেলা শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজমুল আহসান সোহেল, ইসলমী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুস শাকুর,বরগুনা জেলার জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সহ সভাপতি প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জেহাদী । আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী গাজী মো. বায়েজীদ।

বিশেষ বক্তাছিলেন, বরগুনা জেলার ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি মো, কামরুজ্জামান, বরগুনা জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা মো. রেজাউল করিম আকন, বরগুনা জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্মসাধারন সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন , নির্বাচন কমিশন আগামী নির্বাচনে ১৫০ আসনে ইভিএম দিয়ে আওয়ামী সরকারকে পুনরায় ক্ষমতায় রাখার যে নীলনকশা একেছে তা এদেশের জনগণ বাস্তবায়ন করতে দিবেনা। তৃনমূল সম্মলনে আমতলী উপজেলার শত শত যুব নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x